HighlightNewsরাজ্য

বন্য পশুতে নষ্ট করেছে ৩০ বিঘা আলুর ক্ষেত, রাতে পাহারায় গ্রামবাসী

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা : বন্য পশুর আক্রমণে বিঘে পর বিঘে আলুর ক্ষেত নষ্ট করে চলেছে। যার জেরে মাথায় হাত পরেছে দরিদ্র চাষিদের। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার মল্লিক পুর গ্রাম পঞ্চায়েতের গজালপুর গ্রামে। আতঙ্কিত চাষীরা অবশিষ্ট আলু জমি বাঁচাতে রাত জেগে পালা করে পাহারা দিতে শুরু করেছে আলুর ক্ষেত। গ্রামবাসীরা জানিয়েছেন তারা লিখিত ভাবে সম্ভব না হলেও মৌখিক ভাবে ফোনের মাধ্যমে প্রশাসনের কাছে জানিয়েছেন। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গজাল পুর গ্রামের প্রায় ৩০ বিঘা আলুর ক্ষেত নষ্ট করে দিয়েছে বন্য পশুরআ। চাষীদের অনুমান রাতের অন্ধকারে বন্য শুকর এর দল এই কান্ড ঘটাচ্ছে। চাষীদের দাবি এলাকার প্রায় দেড়শ বিঘে জমিতে এবছর আলু চাষ হয়েছে। বিগত পনেরো দিন ধরে তারা দেখছেন আলুর গাছ এবং ধরে যাওয়া ছোট ছোট আলু নষ্ট করে দিচ্ছে কোন অজানা পশু। সংশ্লিষ্ট এলাকায় চন্দ্রভাগা নদী। সেখানে ছোট বড় বন ঝোপ-জঙ্গল আছে। সেখানেই থাকে বুনো-শুকরের দল। তারাই রাতের অন্ধকারে চাষীদের সর্বনাশ করছে বলে প্রাথমিকভাবে অনুমান।

এখন সেই বন্য পশুদের হাত থেকে আলু চাষের জমিকে রক্ষা করতে রাত জেগে পালা করে পাহারা দিচ্ছেন তারা। ক্ষতিগ্রস্ত বেশিরভাগ আলুচাষিদের ফসল বীমা নেই। তাই কার্যত মাথায় হাত তাদের। সাহায্যের জন্য প্রশাসনের মুখাপেক্ষী হয়ে বসে আছেন তারা। সিউড়ি রেঞ্জার জয় নারায়ন মণ্ডল জানান, “বিষয়টি শুনেছি, কোনো বন্যপ্রাণী বা কীভাবে ক্ষতি হয়েছে সে বিষয়টা খতিয়ে দেখছি আমরা।”

Related Articles

Back to top button
error: