HighlightNewsরাজ্য

আধুনিকীকরণ করা হবে পশ্চিমবঙ্গের ৩৭টি ট্রেনের স্টেশন, কোন কোন স্টেশন দেখুন তালিকা

টিডিএন বাংলা ডেস্ক: যাত্রীদের সুবিধার্থে দেশের ৫০৮ টি ট্রেন স্টেশনের চেহারা বদলে ফেলে আধুনিকীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। সেই তালিকায় স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন। অর্থাৎ নতুন সাজে সাজবে ওই ট্রেন স্টেশনগুলি। সেই তালিকায় কোন কোন স্টেশন স্থান পেয়েছে এক নজরে দেখুন সেই তালিকা-

এগুলি হল-
উত্তর ২৪ পরগনার- ব্যারাকপুর, চাঁদপাড়া স্টেশন। আলিপুরদুয়ারের- দলগাঁও, ফালাকাটা ও নিউ আলিপুরদুয়ার স্টেশন। বর্ধমানের- অন্ডাল, বর্ধমান, আসানসোল, পাণ্ডবেশ্বর, কাটোয়া স্টেশন। বীরভূমের- বোলপুর, রামপুরহাট স্টেশন। কোচবিহারের- দিনহাটা। উত্তর দিনাজপুরের- ডালখোলা, কালিয়াগঞ্জ, আলুয়াবাড়ি রোড স্টেশন। হুগলির- অম্বিকা কালনা, শেওড়াফুলি, তারকেশ্বর স্টেশন। জলপাইগুড়ির- বিন্নাগুড়ি, ধুপগুড়ি, হলদিমারি, হাসিমারা, জলপাইগুড়ি, জলপাইগুডি রোড. কামাখ্যাগুড়ি, নিউ ম্যাল জংশন। কলকাতার- শিয়ালদহ। মালদহের- মালদহ টাউন, সামসী স্টেশন। মুর্শিদাবাদের- আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট, নিউ ফারাক্কা জংশন। নদিয়ার- বেথুয়াডহরি, কৃষ্ণনগর সিটি, নবদ্বীপ ধাপ, শান্তিপুর স্টেশন।

Related Articles

Back to top button
error: