HighlightNewsদেশ

মহারাষ্ট্রে মৃত ৫২টি গরু, ৩০টি গুরুতর: কভার করতে আসা মিডিয়া কর্মীদের মারধর করল কানেরি মঠ গোশালার সদস্যরা

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্রের কোলহাপুরের কানেরি মঠে গরুর মৃত্যুর খবর করতে গিয়ে প্রহৃত সাংবাদিকরা। জানা গিয়েছে, বাসি খাবার খাওয়ার কারণে ৮০টির বেশি গরুর স্বাস্থ্যের অবনতি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মঠে এখনও পর্যন্ত ৫২টি গরু মারা গেছে এবং ৩০টি গরুর অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, মঠের এক জায়গায় হাজার হাজার রুটি ও পচা সবজির স্তূপও দেখা গেছে। বলা হচ্ছে, এই বাসি খাবার যেন নষ্ট না হয়। সেজন্য গরুকে দেওয়া হয়েছে। ওই খাবার খেয়ে বৃহস্পতিবার রাত থেকেই অসুস্থ হয়ে পড়েছে গরুরা।

এদিকে, এই খবর কভারেজ করতে আসা ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মারধরের ঘটনাও প্রকাশ্যে এসেছে। শুক্রবার বিকেলে টিভি চ্যানেলের প্রতিনিধিরা মঠের স্বেচ্ছাসেবকদের প্রশ্ন করতে চাইলে কয়েকজন তাঁদের মারধর করে মঠ থেকে বের করে দেয়। এই ব্যাপারে গোকুল শিরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে।

Related Articles

Back to top button
error: