HighlightNewsদেশ

বালাসোর দুর্ঘটনার ৬১ দিন পরেও ২৯টি মৃতদেহের কোনো দাবিদার নেই

টিডিএন বাংলা ডেস্ক: ওড়িশার বালাসোরে ২ জুন সন্ধ্যায় হওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটনায় সরকারী পরিসংখ্যান অনুসারে, নিহতের সংখ্যা ২৯৫। তবে, এই ঘটনার পর ২ মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত শনাক্ত হয়নি ২৯ জনের মৃতদেহ। মঙ্গলবার, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স দ্বারা জানানো হয়েছে, ইনস্টিটিউটে ১৬২টি মৃতদেহ আনা হয়েছিল, যার মধ্যে ১১৩টি মৃতদেহ সনাক্ত করা হয়েছে এবং তাদের আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

এইমস ভুবনেশ্বরের মেডিকেল সুপারিনটেনডেন্ট দিলীপ কুমার পারিদা বলেছেন, এইমস ভুবনেশ্বর দুটি পর্যায়ে ১৬২টি মৃতদেহ পেয়েছে। সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল) থেকে অবশিষ্ট মৃতদেহের চূড়ান্ত ডিএনএ নমুনা রিপোর্টের পরে, অবশিষ্ট মৃতদেহগুলি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, রাজ্য সরকার এবং ভুবনেশ্বর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন সেইসব মৃতদেহগুলির শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেবে যেগুলি, ডিএনএ রিপোর্ট পাওয়ার পরেও দাবিহীন থাকবে।

Related Articles

Back to top button
error: