HighlightNewsরাজ্য

সল্টলেকে ভূঁয়ো কল সেন্টার খুলে প্রতারণা, গ্রেফতার ৭

টিডিএন বাংলা ডেস্ক: বাড়িতে মোবাইল টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ২০ লক্ষ টাকার অধিক হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি জানিয়ে একবালপুর থানায় এফআইআর করেছিলেন নুর আলম নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে যৌথভাবে তদন্তে নামে একবালপুর থানা এবং বন্দর বিভাগের সাইবার সেল। গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। পুলিশ সূত্রে খবর, সল্টলেকে একটি ভুঁয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্রে চালাত অভিযুক্তরা।

নূর আলম পুলিশকে জানান, বেসরকারি একটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার থেকে টাওয়ার বসানো জন্য তাকে ফোন করা হয়। তাঁকে জানানো হয়, এতে তিনি যথেষ্ট লাভবান হবেন। আর এরপরই গত জুন ও জুলাই মাসে ১৭ দফায় তাঁর কাছ থেকে মোট ২০ লক্ষ ৫২ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু কথা মত কোনও মোবাইল টাওয়ার বসানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

তদন্ত নেমে মানসজ্যোতি গগৈ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে সল্টলেকে একটি ভুঁয়ো কল সেন্টারের হদিস পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে পুলিশ ভূঁয়ো কল সেন্টারের মালিক, ম্যানেজার-সহ আরও ছয়জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ১০টি মোবাইল, ৩৩টি সিম, ১২টি এটিএম কার্ড এবং দু’টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।

Related Articles

Back to top button
error: