HighlightNewsদেশ

৯৯ শতাংশ কৃষক মোদি সরকারের পক্ষে; দাবি বিজেপির সাধারণ সম্পাদক অরুন সিংহের

টিডিএন বাংলা ডেস্ক: দেশের ৯৯ শতাংশের বেশি চাষী মোদি সরকারের পক্ষে, এমনটাই দাবি করেছেন বিজেপির সাধারণ সম্পাদক অরুন সিংহ। পাশাপাশি কংগ্রেস এই কৃষক আন্দোলনে মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। এদিকে, কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে বিজেপির জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি এনডিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে। এ প্রসঙ্গে ওম সিংহ জানিয়েছেন বিজেপি নেতারাএ বিষয়ে কথা বলবেন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির নেতা হনুমান বেনিওয়ালের সঙ্গে।

প্রসঙ্গত, কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন আজ ১৯তম দিনে পড়ল। এই পরিস্থিতিতে আজ একদিনের জন্য সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অব্দি দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। কৃষকদের এই অনশন কর্মসূচি সমর্থন করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সকাল থেকেই অনশনে বসেছেন। যদিও ভারতীয় কিষাণ ইউনিয়ন একতার মহাসচিব সুখদেব সিংহ আজকের অনশনে যোগ দিচ্ছেন না। গত সপ্তাহে এক কার্যক্রমে গ্রেফতার হওয়া কর্মকর্তাদের মুক্তি দেওয়ার দাবি করে তিনি বলেছেন, একদিনের এই অনশনে তিনি যোগ দেবেন না।

কৃষকদের লাগাতার চলতে থাকা এই আন্দোলন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে ফের বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। উপস্থিত ছিলেন অন্যান্য মন্ত্রীরা। এদিকে গ্রুপ অফ মিনিস্টার্সের এই বৈঠকের আগেই কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী সোমপ্রকাশ জানান,এখন আর আন্দোলন চালিয়ে যাওয়ার মানে হয় না। কৃষকদের জেদ ছেড়ে দেওয়া উচিত। তিনটি কৃষি আইনে কারও সমস্যা হবে না। সরকার আগামী দিনে আলোচনায় তৈরি, কৃষকদের মূল দাবি মেনে নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: