About Us

TDN Bangla একটি অনলাইন মিডিয়া।ফেসবুক পেজ থেকেই এর যাত্রা শুরু।প্রথমে ‘এখন বাংলা’ নাম দিয়ে খবরের দুনিয়ায় আশা।তারপর ‘TDN Plus’ নামে প্রায় একবছর ফেসবুকে নির্ভীক ভাবে খবর পরিবেশন করে চলে এই গণমাধ্যমটি। 2016-র অক্টোবরের দিকে এটি ‘TDN Bangla’ নামে অনলাইনে পথ চলা শুরু করে। বর্তমানে ওয়েবসাইট ছাড়াও,ফেসবুক,টুইটার, গুগল,হটসএ্যাপে টিডিএন বাংলার খবর পাওয়া যাচ্ছে।আসলে খবরের দুনিয়ায় অনেকগুলো মিডিয়ার মাঝে TDN Bangla একটা নতুন আলো।এর স্লোগান-“সত্যের পক্ষে খবরের আওয়াজ”।যে খবর কেউ করেনা,যার কথা কেউ বলেনা, টিডিএন বাংলা সেই সব বঞ্চিত অসহায় মানুষের না বলা কথা বলার জন্যই  মিডিয়া জগতে এসেছে।আর পাঁচটা মিডিয়ার মত ব্রেকিং নিউজের প্রতিযোগিতায় মিথ্যা খবর পরিবেশন নয়,প্রকৃত সত্য ঘটনা জানার পরেই খবর করেন টিডিএন বাংলার সাংবাদিকরা। কোনও খবরে ভুল থাকলে আমরা ক্ষমা চেয়ে নেবার পক্ষপাতী।দেশ ও দুনিয়ার মানুষের সুখ,দুঃখ,আশা, আকাঙ্খার প্রতিফলন ঘটুক মিডিয়ায়। টিডিএন বাংলা সংবাদ জগতে একটা নতুন আশা যোগাতে চায়।মানুষের কল্যাণের উদ্দেশ্যে নির্ভীক ভাবে সত্যের পক্ষে খবর করা ও একগুছ সৎ সাহসী সাংবাদিক তৈরি করাই  হবে এর একমাত্র লক্ষ্য।