indian Supreme Court

টিডিএন বাংলা ডেস্ক : এনআরসিতে আসামের হিন্দু বাঙালিদের নাম অন্যায় ভাবে বাদ দেয়ার প্রতিবাদে সুপ্রিমকোর্টে সাওয়াল করল জমিয়তে উলামায়ে হিন্দ। এনআরসিতে যাদের নাম বাদ পড়েছে তাদের আবার নতুন করে আবেদন করতে বলা হয়েছে। কিন্তু উদ্বাস্তু পঞ্জিকরণ প্রমাণপত্র এবং সিটিজেনশিপ সার্টিফিকেট নিচ্ছেনা এনআরসি অফিসাররা। তাঁরা বলছেন, এই দুই প্রমাণ ছাড়া অন্য নথি পেশ করতে হবে। ফলে একসময় বাংলাদেশ থেকে আসা অজস্র হিন্দু বাস্তুহারাদের মাথায় হাত পড়েছে।

সিটিজেনশিপ সার্টিফিকেট কিংবা উদ্বাস্তু পঞ্জিকরনের প্রমাণপত্র আসামের অগণিত হিন্দু বাঙালির নাগরিকত্ব প্রমাণের প্রথম ও শেষ সম্বল। কিন্তু এই দু’টো নথিকেই গ্রহণযোগ্য করছেন না এনআরসির সমন্বয়ক প্রতীক হাজেলা। এবার এই জোড়া নথির পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করে হিন্দু বাঙালিদের পাশে দাঁড়ালো জমিয়তে উলামায়ে হিন্দ। গত শনিবার শীর্ষ আদালতে এ সংক্রান্ত হলফনামা পেশ করে জমিয়ত।