তৌসিফ আহমেদ ফায়সাল, টিডিএন বাংলা, ডোমকল: মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার অন্তর্গত মিল্লাত ক্রীসেন্ট একাডেমী একটি আদর্শ শিশু শিক্ষা প্রতিষ্ঠান। আজ এই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ডোমকলের ভবতরণ হাই স্কুল মাঠে।
ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। ৫০ মিটার দৌড়, আলু দৌড়, বিস্কুট দৌড়, অংক দৌড়, স্পিকিং সহ আরও অনেক প্রতিযোগিতায় ভরপুর ছিল আজকের ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতার শেষে স্কুলের শিশুরা সঙ্গীত, মুকাভিনয়, নাটিকা পরিবেশন করে। শিশুদের অভিনয় শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের মন কাড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিল্লাত ক্রীসেন্ট একাডেমীর প্রধান উপদেষ্টা তথা জামাআতে ইসলামী হিন্দ মুর্শিদাবাদ জেলা সভাপতি আশরাফুল ইসলাম, ডোমকল জামাআতের সভাপতি মারজান আলি বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী শিক্ষকগোলাম গাউস, শিক্ষক-শিক্ষাকর্মী অভিভাবক সহ এলাকার বিশিষ্ট জনেরা।