HighlightNewsরাজ্য

২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট নয়, চাইতে হবে কমপক্ষে ৮৫০ কোম্পানি : কলকাতা হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: যে ভাবে রাজ্যে অশান্তি ছড়িয়ে পড়েছে তাতে মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোনো ভাবেই যথেষ্ট হতে পারে না। কেন্দ্রের কাছে কমপক্ষে প্রায় ৮৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোট করাতে রাজ্যের ২২টি জেলার জন্য কেবল ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল নির্বাচন কমিশন। এই ঘটনায় কমিশনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় বিরোধীরা। সেই মামলায় এবার কমিশনের ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ পালন না করায় বিচারপতির রোষের মুখে পড়তে হয় কমিশনকে।

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে জানিয়েদেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিটি জেলায় পর্যাপ্ত সংখ্যার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য কেন্দ্রের কাছে রাজ্যকে বাহিনী চাইতে হবে। আর এক্ষেত্রে ২২টি জেলায় ২২ কোম্পানি বাহিনী নয়, বরং কোনও ভাবেই বাহিনীর সংখ্যা যেন ২০১৩ সালের থেকে কম না-হয়। হাইকোর্ট মনে করিয়ে দেন, ২০১৩-তে ১৭টি জেলায় পাঁচ দফায় ভোট হয়েছিল। ওই ভোটে পাঁচ দফা মিলিয়ে প্রায় সাড়ে আটশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ১ লক্ষ ৫ হাজার রাজ্য পুলিশ নামানো হয় ভোট করতে।

Related Articles

Back to top button
error: