HighlightNewsদেশ

বায়ুসেনার বিশেষ বিমানে সিঙ্গাপুর থেকে ৩৯ টি অক্সিজেন ট্যাংকার এল ভারতে

টিডিএন বাংলা ডেস্ক: বায়ুসেনার বিশেষ বিমানে সিঙ্গাপুর, তাইল্যান্ড এবং দুবাই থেকে ৩৯ টি অক্সিজেন ট্যাংকার উড়িয়ে আনা হলো ভারতে। এগুলি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে আনা হয়েছে ৪টি কন্টেনার। বায়ুসেনার সি-১৭ বিমানে শুক্রবারই সিঙ্গাপুর থেকে ৪ টি অক্সিজেন কন্টেনার পানাগড়ে নিয়ে আসা হয়েছে। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে খুব শীঘ্রই আরো ৪টি অক্সিজেন কন্টেনার এসে পৌঁছবে ভারতে।

তবে শুধুমাত্র বিদেশ থেকে নিয়ে আসাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেন কন্টেনার পৌঁছে দিচ্ছে বায়ুসেনা। সম্প্রতি ২টি কন্টেনার চণ্ডীগড় থেকে ভুবনেশ্বরে, ১টি বদোদরা থেকে রাঁচীতে, ২টি গোয়ালিয়র থেকে রায়পুর এবং আরও ২টি মুম্বই থেকে ভুবনেশ্বরে পৌঁছে দিয়েছে বায়ুসেনা। এর পাশাপাশি আইএল-৭৬ বিমান তিনটি অক্সিজেন প্ল্যান্টের সব সরঞ্জাম নিয়ে দিল্লি থেকে নাগাল্যান্ডের ডিমাপুরে পৌঁছে দেওয়া হয়েছে। লখনউয়ে একটি কোভিড হাসপাতাল তৈরিতেও সাহায্য করেছে সেনা।

Related Articles

Back to top button
error: