HighlightNewsদেশ

কংগ্রেসের ৮৫তম অধিবেশন: সিডব্লিউসি-র কোনও নির্বাচন হবে না, সদস্য মনোনীত করার অধিকার খাড়গেরই

টিডিএন বাংলা ডেস্ক: রায়পুরে কংগ্রেসের ৮৫তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে অংশগ্রহণ করতে সারা দেশ থেকে কংগ্রেস নেতারা পৌঁছেছেন। রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীও সম্মেলনে যোগ দিয়েছেন। বিষয় কমিটির বৈঠকও চলছে। স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিডব্লিউসি-র কোনও নির্বাচন হবে না এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে সর্বসম্মতভাবে সদস্য মনোনীত করার অধিকার দেওয়া হয়েছে। কংগ্রেস দলের গঠনতন্ত্রে সংশোধনী নিয়েও আলোচনা হবে সম্মেলনে।

জানা গিয়েছে, বিষয় কমিটির বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক বিষয়, কৃষি, যুব শিক্ষা, কর্মসংস্থান, সমাজকল্যাণ, ক্ষমতায়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হবে। এ বিষয়ে রাজনৈতিক সমাধানও আনা যেতে পারে।
উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে অনিশ্চয়তার খবরের পরে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী একটি বিশেষ বিমানে রাইপুরে পৌঁছন বেলা ৩টার দিকে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, বিধানসভার স্পিকার ডক্টর চরণদাস মহন্ত, এআইসিসি সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, রাজ্য কংগ্রেস সভাপতি মোহন মারকাম এবং অন্যান্য নেতারা৷ আগামীকাল সকাল সাড়ে ১১টায় সম্মেলনে ভাষণ দেবেন সোনিয়া গান্ধী। এদিন
বিমানবন্দরের বাইরে কংগ্রেস কর্মীদের একত্র হন। ছত্তিশগড়ের পারম্পরিক নৃত্যের সঙ্গে স্বাগত জানানো হয় সোনিয়া ও রাহুলকে। সোনিয়া ও রাহুল এখানে পৌঁছতেই তাঁদের সমর্থনে স্লোগান ওঠে। এখান থেকে তাঁরা প্রাইভেট রিসোর্টে চলে যান। এরপর তারা সম্মেলনস্থলে যাবেন।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগামীকাল অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি সকাল ১১:৩০টায় সম্মেলনে ভাষণ দেবেন সোনিয়া গান্ধী। রাহুল গান্ধী ২৬ ফেব্রুয়ারি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন।

Related Articles

Back to top button
error: