HighlightNewsরাজ্য

মুর্শিদাবাদের কান্দিতে শান্তিবার্তা ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য ও রক্তদান শিবির

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি শান্তিবার্তা ফাউন্ডেশনের উদ্যোগে মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত পুরন্দরপুর হাই মাদ্রাসায় ‘বিনামূল্যে স্বাস্থ্য ও রক্তদান শিবির এবং শিক্ষামূলক কাউন্সেলিং’ শীর্ষক একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা এবং রক্তদান শিবিরের মতো কর্মসূচি ছিল। মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন অস্থি বিশারদ ডাঃ আব্দুস শামীম, শিশু বিশেষজ্ঞ ডাঃ জসীমউদ্দীন খান, ফিজিওথেরাপিস্ট ডাঃ আবু তাহের আলী, হোমিওপ্যাথি ডাঃ তোফাজ্জল শেখ, জেনারেল মেডিসিন ডাঃ ইয়াসিন মন্ডল, জেনেরাল ফিজিশিয়ান ডাঃ কবীর উজ জামান ও ডাঃ আলি মুত্তাকিম। এছাড়া সাবির খান, মাহমাদুল রশিদ মন্ডল , জলিল মামুন , আবদুল্লাহ ও সাগর রহমান প্রমুখ এদিনের স্বেচ্ছাসেবামুলক কাজের সাথে যুক্ত ছিলেন।

এদিন ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় দরিদ্র প্রায় ৪০০ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। ৪৪ জন রক্ত দান করেন। মহকুমা হাসপাতালের শ্রীমতী সান্তনা ঘোষ ও শ্রীমতী দেবারতী পাল মহিলাদের হেল্থ কাউন্সেলিং করেন।

Related Articles

Back to top button
error: