HighlightNewsদেশ

গুজরাতের সেতু বিপর্যয়ে সতর্ক রাজ্য প্রশাসন, রাজ্যের ঝুলন্ত সেতু সংক্রান্ত তথ্য তলব নবান্নের

টিডিএন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গুজরাতে ঘটে যাওয়া সেতু বিপর্যয়ে নিহত হয়েছেন প্রায় ১৪১ জন দর্শনার্থী। সেই দুর্ঘটনা থেকেই শিক্ষা নিয়ে সতর্কতা স্বরূপ নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। এই ধরণের মর্মান্তিক দুর্ঘটনা যেন এ রাজ্যেও না ঘটে তাই আগাম সাবধানী পদক্ষেপ হিসাবে রাজ্যের বিভিন্ন জেলায় যে সমস্ত ঝুলন্ত সেতু আছে সেই সংক্রান্ত সব তথ্য তলব করেছে নবান্ন। প্রত্যেক জেলা প্রশাসনকে অবিলম্বে তাদের জেলাতে কতগুলো এই ধরণের ঝুলন্ত সেতু আছে তা জানাতে বলা হয়েছে। পাশাপাশি সেই সেতু গুলোর স্বাথ্য পরীক্ষার কথাও বলা হয়েছে বলে খবর। মূলত পার্বত্য জেলাগুলি যেমন- দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় এই ধরনের ঝুলন্ত সেতু রয়েছে।

Related Articles

Back to top button
error: