Shiladitya Dev
ছবি : টাইম এইট

টিডিএন বাংলা ডেস্ক: এনআরসিতে বাংলাদেশী মুসলিমদের নাম রাখা হলেও জোর করে হিন্দু বাঙালীদের বিদেশি সাজানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করলেন অসমের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব। তার কথায়, বাংলাদেশি মুসলিমদের নাম থাকা এনআরসি অসমীয়া জাতিকে ধংস করবে। আগামী নভেম্বর মাস থেকে নাগরিকপঞ্জির বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি সুপ্রিমকোর্ট থেকে শুরু করে এনার্সির সমন্বয় প্রতীক হাজেলাকেও তীব্র আক্রমন করেন শিলাদিত্য। তিনি বলেন, কিসের সুপ্রিমকোর্টের তত্বাবধানে কাজ চলছে? আদালত তো কোনো কমিটি গঠন করে দেয়নি। একমাত্র হাজেলার উপর ভিত্তি করেই কাজ চলছে। অর্থাৎ হাজেলাই হচ্চে সর্বেসর্বা। অথচ হাজেলা কি করছেন, কেন করছেন কারো জানা নেই। তিনি বলেন, যেসব দল বিরোধিতা করছেন তারা শুধু বেছে বেছে হিন্দু শরণার্থীদের টার্গেট করছেন। প্রায় অধিকাংশ আপত্তিই হিন্দু বাঙালিদের বিরুদ্ধে। তা ছাড়াও আমসু আজ পর্যন্ত একজনও বিদেশী খুঁজে বের করতে পারেননি কেন তা নিয়েও প্রশ্ম তুলেন তিনি। তার মন্তব্য শুধু জোর করে হিন্দু বাঙালিদের বিদেশী সাজানোর চেষ্টা চলছে। তিনি স্পষ্টই বলেন, এই ধরনের এনারসি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। নতুন করে নাগরিকপঞ্জি করতে হবে কারন এতে প্রচুর বাংলাদেশি মুসলমানের নাম রয়েছে। ফলত নতুন করে নাগরিকপঞ্জি বের করা না হলে অসমীয়া জাতিকে রক্ষা করা যাবে না বলেও মন্তব্য করেন শিলাদিত্য দেব।