টিডিএন বাংলা ডেস্ক: টিকটক যে ঘোর নেশায় পরিণত হয়ে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। অফিস হোক বা বাড়ি কিংবা রাস্তাঘাট, টিকটক ভিডিও বানাতে ব্যস্ত টিকটক অভিনেতারা। আর এবার তার ফলও হাতে হাতে গুনতে হল ১১ জন অফিস কর্মীকে। অফিসে বসে টিকটকে ভিডিও তৈরি করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করার শাস্তি পেতে হল ১১ কর্মীকে। তাদের বেতন কেটে অন্য জায়গায় বদলি করার নির্দেশ দিয়েছে সরকার।
The #TikTok videos shot by officials in the municipal office in #Khammam are hilarious. After videos went viral, the collector demanded an explanation from the municipal commissioner. Though it calls for disciplinary action, some of the videos are 👌. Talented officials indeed. pic.twitter.com/vIiuMqMu8E
— Paul Oommen (@Paul_Oommen) July 16, 2019
সূত্রের খবর, তেলেঙ্গনার ১১জন সরকারি কর্মী অফিসে বসে টিকটকে ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তার শাস্তি হিসেবে বদলি করার পাশাপাশি বেতন কমানোর নির্দেশ দিল তেলেঙ্গনা সরকার ৷
The #TikTok videos shot by officials in the municipal office in #Khammam are hilarious. After videos went viral, the collector demanded an explanation from the municipal commissioner. Though it calls for disciplinary action, some of the videos are 👌. Talented officials indeed. pic.twitter.com/vIiuMqMu8E
— Paul Oommen (@Paul_Oommen) July 16, 2019
টিকটকে ভিডিও বানিয়ে তা পোস্ট করা এখন আর নতুন ঘটনা নয় ৷ কিন্তু অফিসে কাজের সময় টিকটক ভিডিও বানানোটা কতটা যুক্তিসঙ্গত তা নিয়েই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ যদিও অনেক আবার বিষয়টাকে স্রেফ মজা বলে উড়িয়ে দিয়েছেন ৷ টিকটক নিয়ে অনেকেই নিন্দায় সরব হয়েছেন ৷ অনেকের মতে অফিসের বাকিরা যখন কাজে ব্যস্ত, তখন একদল কর্মচারির এমন কাজ মোটেই শোভা পায় না ৷