ম্যাচের দ্বিতীয় দিনে শেষ হওয়া নি
জেদের প্রথম ইনিংসে ১২৯.৪ ওভারে ৪৫৫ রানের বিশাল পাহাড় গড়ে ভারত, যাতে চেতেশ্বর পূজারা (১১৯), অধিনায়ক বিরাট কোহলি (১৬৭) এবং রবিচিন্দ্রন অশ্বিনের (৫৮) রানের ইনিংস রয়েছে। অসাধারণ ব্যাটিংয়ের পর আয়োজক দেশ বোলংয়েও ধার দেখায় এবং দিনের খেলার শেষে মাত্র ৪৯ ওভারে ১০৩ রানে বিপক্ষ দলের ৫ ব্যাটসম্যানকে প্যাভিলিয়ন ফেরান। ইংল্যান্ড এখন ভারতের মোট রানের চাইতে ৩৫২ রানে পিছিয়ে আছে এবং তাদের হাতে মাত্র ৫ উইকেট অবশিষ্ট। যদি ভারত তৃতীয় দিন সকালে দ্রুত বাকি উইকেট আউট করে ফেলে তাহলে ফলোঅনের চাপে ফেলতে পারবে ইংল্যান্ডকে। ইংল্যান্ডের ইনিংসে জো রুট ৫৩ রানের গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি করেন। বেন স্টোকস (১২) এবং জনি বেয়রেস্টো (১২) রানে ক্রিজে রয়েছেন। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ১৩ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। ফাস্ট বোলার মোহাম্মদ শামি ১৫ রান এবং অভিষেক ম্যাচে খেলা জয়ন্ত যাদব ১১ রান দিয়ে ১টি করে উইকেট পেয়েছেন।