টিডিএন বাংলা ডেস্ক : বাংলায় এসেই তৃণমূল সুপ্রিমো ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর সমস্ত ক্ষোভ উগরে দেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার মালদায় বিজেপির একসভায় যোগ দিয়ে তিনি রাজ্য সরকারের উপর সমস্ত ক্ষোভ উগরে দিয়ে বলেন-
#বাংলা থেকে ভালো আসন পাবে বিজেপি।
#মমতা সরকার কে উপড়ে ফেলতে হবে।
#২০১৯ লোকসভা ভোটের প্রচার শুরু করলাম।
#২০১৯ ভোট হবে গনতন্ত্রের হত্যা কারী তৃণমূল সরকার হঠানোর ভোট।
#অনুপ্রবেশ করানোই,খুন করানোই তৃণমূল ক্ষমতাচ্যুত হবে।
#হিন্দু শরনার্থীদের নাগরিকত্ব দেবে বিজেপি
২০১৯ হবে সন্ত্রাস মুক্তির ভোট।
#তৃণমূল সরকারের গনেশ উলটে দিতে বাংলায় এসেছি।
#সুভাষচন্দ্র বসুকে ভোলাতে চেয়েছে কংগ্রেস।
#আন্দামান দ্বীপের নাম সুভাষচন্দ্রের নামে হবে।
#মোদিজী সুভাষচন্দ্র বসুকে অমর করে রাখতে আন্দামানের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছেন।
#স্বাধীনতার পর বাংলায় ২৭ শতাংশ মাল উৎপাদন হত এখন ৩ শতাংশের কিছু বেশি উৎপাদন হয় রাজ্যে।
#বাংলায় গনতন্ত্র শেষ করার চেষ্টা করছে মমতা।
#একসময়ে ৩২ শতাংশ চাকরি দিত বাংলা এখন ৪শতাংশ দেয়।
#এতোবড়ো ব্রিগেড সমাবেশে কেউ ভারত মাতা কী জয় বলেন নি,এটা কেমন দেশভক্তি?
#দেশ জুড়ে পঞ্চায়েত ভোট হয়েছে কোথাও খুন হয়নি। শুধু বাংলায় বিরোধী কর্মীরা খুন হয়েছে।
#পঞ্চায়েত ভোটে বাংলাজুড়ে সন্ত্রাস হয়েছে।
#তৃণমূলের নেতা কর্মীদের বলছি কান খুলে শুনুন ইঞ্চিতে ইঞ্চিতে মিলবে জবাব।
#বাংলায় সব কারখানা বন্ধ কিন্তু শুধু বোমা বন্দুকের কারখানা খোলা রয়েছে।
#বাংলায় তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি সরকারকে আনতে হবে।