CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

টিডিএন বাংলা ডেস্ক: নদিয়ার তেহট্টের করোনা আক্রান্ত পাঁচজনের সংস্পর্শে আসায় ৬৭ জনকে কোয়ারেন্টিনে পাঠালো প্রশাসন। সোমবার জেলার ডেপুটি সিএমওএইচ অসিতকুমার দেওয়ান জানান, ‘‘তেহট্টের বার্নিয়ার বাসিন্দা পাঁচজন পজিটিভ রোগীর সংস্পর্শে এসেছিলেন এমন ৪৯ জনকে প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়। পরে আরও ১৮ জনকে চিহ্নিত করে সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’’ এদিন তিনি আরো জানান, যে অটোতে করে তাঁরা রেলস্টেশন থেকে বার্নিয়া গিয়েছিলেন সেই অটো চালক ও তাঁর পরিবার, দুই মাছ বিক্রেতা ও তাঁদের পরিবারের পাশাপাশি তাদের খেলার সঙ্গীদেরও চিহ্নিত করে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।