
টিডিএন বাংলা ডেস্ক: প্রস্তুতি সারা। আর কিছুক্ষণের মধ্যে শিলংয়ের সিবিআই দফতরে শুরু হবে রাজীব কুমারকে জেরা। তার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিলংয়ে ওকল্যান্ডে সিবিআই দফতর। সকাল থেকে সেখানে মোতায়েন মেঘালয় পুলিশের বিশাল বাহিনী।
শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ রাজীব কুমার শিলং বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের দুই উচ্চ পদস্থ অফিসার জাভেদ সামিম ও মুরলীধর শর্মা। সঙ্গে ছিলেন আরো ২জন। উড়ানে তাঁদের এক সহযাত্রী জানান, সেই ২ জন হলেন আইনজীবী। রাজীবকে ভিআইপির মতো কনভয় করে নিয়ে যায় মেঘালয় পুলিশ।
কলকাতা পুলিশ ও সিবিআই দ্বৈরথ সুপ্রিম কোর্ট গড়ায়। শীর্ষ আদালত রায় দেয়, রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না। জেরা করতে পারবে সিবিআই। শিলংয়ে তাঁকে জেরা করতে হবে। সেইমতো দ্রুত রাজীব কুমারকে জেরা করার প্রস্তুতি শুরু করে দেয় সিবিআই।