HighlightNewsদেশ

১ পয়সার কয়েনে ক্ষুদ্রতম ভারতীয় ম্যাপ এঁকে ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস’এ স্বীকৃতি পেল মুর্শিদাবাদের ছেলে

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: ৭৭ টি এক পয়সার কয়েন দিয়ে ক্ষুদ্রতম ভারতীয় ম্যাপ এঁকে ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে’ নাম তুললেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ছেলে অমরজিত মন্ডল। সোমবার ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে অমরজিত মন্ডলের নাম ঘোষণা হতেই কার্যত উচ্ছ্বসিত হয়ে উঠেন তিনি। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার নিমতিতা শেরপুর গ্রামের বাসিন্দা অমরজিত মন্ডল। পেশায় স্কুল শিক্ষক। বর্তমানে শাহাজাদপুর হাইস্কুলে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরেই ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নাম তুলতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

সম্প্রতি বিগত দশ বছর ধরে সংগ্রহ করে রাখা এক পয়সার কয়েন দিয়ে মাত্র ২৪ সেমি × ২০ সেমি মাপে সবচেয়ে ছোট ভারতীয় ম্যাপ আঁকেন অমরজিত মন্ডল। তারপরেই পাঠিয়ে দেন ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে’। ২২ শে এপ্রিল ২০২২ ফাইনাল পর্ব হওয়ার পর সোমবারই প্রকাশিত হয় রেকর্ডসের তালিকা। সেখানেই এলাকার মুখ উজ্জ্বল করে ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে’ নাম তুলতে সক্ষম হন অমরজিত মন্ডল। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যত উচ্ছ্বসিত হয়ে উঠেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভরে ওঠে।

Related Articles

Back to top button
error: